Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

          মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য ১। বিদ্যালয় মোট = ৫৭ টি, মাঃ বিঃ= ৪৯ টি,নিম্ন মাধ্যমিক বিঃ ০২ টি ২। মাদ্রাসা মোট: ৪১ টি, দাখিল-৩১ টি, আলিম: ০৬ টি, ফাঃ ০২  টি, কাঃ ০২  টি  ৩। কলেজ মোট = ১০ টি ( ০৪ টি টেকনিক্যাল কলেজ টি)।

         সেবা সমূহঃ- ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক বিষয়ে তত্বাবধান, মনিটরিং, সমন্বয় অবহিতকরন ও সমস্যার সমাধানে পরামর্শ প্রদান। খ) শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ও উপ-পরিচালক অঞ্চল, জেলা শিক্ষা অফিসার কর্তৃক নির্দেশিত প্রজ্ঞাপন, পরিপত্র এবং সকল কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন। গ) জেলা প্রশা্সন ও উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও সমন্বয় সাধন। ঘ) মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষনে প্রেরণ, সেমিনার, ওয়াকসপ,আয়োজন ও প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন। ঙ) মাধ্যমিক পর্যায়ের আভ্যন্তরীন পরীক্ষা সরকারি সময় সুচি অনুযায়ী অভিন্ন রুটিন প্রনয়ন ও যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থাকরন। চ) পাবলিক পরীক্ষা যেমন, জেএসসি/ জেডিসি/এসএসসি/দাখিল/এইচ এস সি/আলিম পরীক্ষা পরিচালনায় শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ও পরীক্ষা গ্রহণ। ছ) সরকার কর্তৃক বিনামূল্যে মাধ্যমিক ও দাখিল এবং এবতেদায়ী পর্যায়ের যথাসময়ে বই বিতরন কার্যক্রম সম্পন্ন করন ও শিক্ষার্থীদের প্রাপ্তি নিশ্চিত করন। জ) মাধ্যমিক/ দাখিল/আলিম/ফাজিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী নিয়োগ কার্যক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন। ঝ) শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে উদ্ভূত সমস্যার পরামর্শ প্রদান। ঞ) সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহ যেমন: এসইএসপি, এইচএসএফএসপি, এসইএসডিপি, টিকিউআই,আইসিটি প্রকল্পের বাস্তবায়ন ও সমন্বয় সাধন। ট) সরকারের প্রনীত শিক্ষা নীতির আলোকে গৃহীত নির্দেশনা বাস্তবায়ন ও সমন্বয় সাধন। ঠ) সেবা প্রদানের সময় সকাল ৯ঘটিকা হতে বিকাল ৫ঘটিকা। জরুরী প্রয়োজনে সার্বক্ষনিক।